০১. ছাত্রগণ অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআতের (মাতুরিদী) অনুসারী হবে।
০২. অত্র মাদরাসায় অধ্যয়নকালে কোনো রাজনৈতিক সংগঠন বা অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকবে না।
০৩. যেকোনো সমস্যা ক্লাশ টিচার বা মনিটরিং অফিসে জানাবে।
০৪. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হবে না।
০৫. মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থেকে সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে।
০৬. মাদরাসার ও নিজের সবধরণের আসবাবপত্র যথানিয়মে হেফাজত করবে এবং পরিচ্ছন্ন রাখবে।
০৭. পরস্পর ছাত্র ভাই, উস্তাদ ও সকল শ্রেণির লোকের সাথে উত্তম আচরণ করবে।
০৮. কোনো অবস্থাতেই বিনা অনুমতিতে মাদরাসা ত্যাগ করবে না এবং ক্লাসে অনুপস্থিত থাকবে না।
০৯. এ প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে হলে মাদরাসার ধার্যকৃত ফি আদায় করবে।
১০. কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যক্তিগতভাবে ইলেকট্রিক ডিভাইস ( মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ওয়াটার হিটার ও বিভিন্ন শর্ট লাইন ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১১. কারো সাথে হাতাহাতি বা ঝগড়া করবে না।
১২. কর্তৃপক্ষ যাকে যে স্থানে সিট দেবে তাই মেনে নিবে। যে কোনো সময় বিনা কারণে সিট পরিবর্তন করা হবে।
১৩. বাধ্যতামূলকভাবে নামাযের জামাত, পাগড়ী ব্যবহার, যিকির, তাসবীহ, তাহলীল, মিলাদ, দোয়া, টয়লেট টিস্যু ও মিসওয়াক ইত্যাদি সুন্নাত তরীকা যথারীতি অনুশীলন করবে।
১৪. স্থানীয় কোনো লোকজনের সাথে বিশেষ ধরণের সম্পর্ক, লেনদেন, দোকান থেকে বাকীতে ক্রয়-বিক্রয় ইত্যাদি নিষিদ্ধ।
১৫. মাদরাসা অফিসে, শিক্ষকদের রুমে, খাবার ঘরে ও পরস্পর ছাত্রদের রুমে এবং সিটে বিনা অনুমতিতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
১৬. সিলেবাসের বাইরে কোনো পুস্তক - পত্রিকা পড়া বা কেনা সম্পূর্ণ নিষিদ্ধ।
১৭. কেনো ছাত্রের কাছ থেকে ঋণ বা খাবার গ্রহন করা এবং কোনো ছাত্রকে ঋণ বা খাবার দিবে না।
১৮. ছাত্রাবাসে নির্ধারিত রুটিন অনুযায়ী সকল কাজ সম্পন্ন করবে।
১৯. সেমিস্টার পরীক্ষায় ৯০% নম্বর পেলে টেলেন্টপুল বৃত্তি ১০০০/- (এক হাজার) এবং ৮০% নম্বর পেলে সাধারণ বৃত্তি ৫০০/- (পাঁচশত) টাকা পাবে। এ প্রতিষ্ঠান থেকে যারা কেন্দ্রীয় পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পাবে তারা প্রতি মাসে ১০০০/- (এক হাজার) টাকা এবং গোল্ডেন পেলে ৫০০/- (পাঁচশত) করে বৃত্তি পাবে (পরবর্তী জামাতে এখানে ভর্তি হলে) এবং পরবর্তী জামাতে ভর্তি ও সেশন ফিতে ১০% বা ৫% ডিসকাউন্ট পাবে।
২০. মাসিক পরীক্ষায় সকল বিষয়ে ৯০% বা ৮০% করে পেলে বৃত্তি বহাল থাকবে। উক্ত নম্বর না পেলে অথবা মাদরাসার কোনো নিয়ম ইচ্ছাকৃত লঙ্গন করলে বৃত্তি বন্ধ হয়ে যাবে ।
২১. বিনা অনুমতিতে প্রতিষ্ঠান ত্যাগ করলে দিন প্রতি ১ হাজার টাকা সদকায়ে লাযেমা (দান) অফিসে জমা দিবে।
২২. সাদা জামা-পাজামা পরিধান করবে। কোনো রঙিন জামা পরিধান করবে না। তিনটি লুঙ্গি, দুইটি গেঞ্জি, দুইটি টুপি ও তিন সেট পোষাক এর বেশি কোনো জামা কাপড় রাখবে না।
২৩. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলবে।
২৪. কোনো নিয়ম লঙ্ঘন করলে কর্তৃপক্ষ বহিস্কার করে দিবেন।